‘জুরাইনে পানির লাইন এখনো ঠিক করা হয়নি’

0
334

খবর ৭১ঃ রাজধানীর পূর্ব জুরাইন এলাকা থেকে ওয়াসার পানি নিয়ে সেবা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) শরবত পান করাতে গিয়ে ব্যর্থ হয়েছেন কয়েকজন। সেদিন ২৩ এপ্রিল ওয়াসা কর্তৃপক্ষ আগতদের উদ্দেশে বলেন, ওই এলাকার পানি ভালো করে দিয়ে শরবত খেয়ে আসবেন কর্মকর্তারা। কিন্তু এখন পর্যন্ত জুরাইন এলাকায় ওয়াসার পানির লাইন ঠিক করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান, যিনি শরবত খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন।

২৮ এপ্রিল রবিবার বিকেলে মিজানুর রহমান অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওয়াসার কেউ তাদের খোঁজ নেয়নি।

এক প্রশ্নের জবাবে মিজান বলেন, ‘পূর্ব জুরাইনের যেসব এলাকার পানি বেশি খারাপ “বিষের মতো”, সেসব এলাকা ঘুরে এখানে (প্রেসক্লাবে) আসলাম। আমি তাদেরকে (এলাকাবাসীকে) জিজ্ঞেস করলাম ওয়াসার কোনো কর্তৃপক্ষ আপনাদের যোগাযোগ হয়েছে কি না? উনারা বললেন, না কোনো রকম যোগাযোগ হয়নি। এ অবস্থায় তারা একটি ভয়াবহ জীবন যাপন করছে।’

যেদিন শরবত পান করাতে ওয়াসা ভবনে গিয়েছিলেন, সেদিন আপনাদের কী বার্তা দেওয়া হয়িছিল? এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘সেদিন ওয়াসা কর্তৃপক্ষ আমাদের বিশ্বাস করেনি। আমরা পূর্ব জুরাইন থেকে ওয়াসার পানি নিয়ে গিয়েছিলাম শরবত পান করানোর জন্য। কিন্তু তারা শরবত পান করেনি। আমরা যে পানি নিয়ে গিয়েছিলাম, সে পানি নাকি ওয়াসার না, এমন কথা বলেছেন তারা। আবার তারা স্বীকার করেছেন, পানি ভালো করে দিয়ে শরবত খেয়ে আসব। কিন্তু আজ পর্যন্ত পানির লাইন ঠিক করেনি। শরবতও পান করেনি ওয়াসার লোকেরা।’

মিজান বলেন, ‘আমরা সেদিন তাদের কাছে (ওয়াসা) ঠিকানা দিয়েছিলাম। কিন্তু সে ঠিকানা অনুযায়ী তারা কাজ করেনি। এলাকার মানুষ জীবন দিয়ে হলেও বিশুদ্ধ পানি আদায় করে ছাড়বে।’

এক প্রশ্নের জবাবে মিজান বলেন, ‘শুরুতে আমার এই সামাজিক আন্দোলন ছোট ছিল, এখন এটি অনেক বড় রূপ নিচ্ছে। এলাকার যুবক শ্রেণি আমার এ আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা একত্রিত হচ্ছি। সবাই মিলে চিন্তা করে পরবর্তী কর্মসূচি দিব, পানি বিশুদ্ধ করার জন্য।’

এ আন্দোলনের পেছনে কারো ইন্দন আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, এটা সামাজিক আন্দোলন। বিশুদ্ধ পানি পাওয়ার আন্দোলন। দীর্ঘ দুই যুগ ধরে আমরা নিরাপদ পানির জন্য আন্দোলন করে যাচ্ছি।’

মিজানুর রহমান বলেন, ‘গতকাল একটা ঘটনা ঘটেছে ওয়াসা আমাদের এলাকায় গিয়ে কিছু লোকদের চাপ প্রয়োগ করছে ওয়াসার পানি ভালো বলার জন্য। তারা ওয়াসার পরিচয় দিয়ে বিভিন্নভাবে স্টেটমেন্ট নিতে চাচ্ছে যে আপনি বলেন, আপনার বাড়ির পানি ভালো। এই কথা শুনে একজন আমাকে কল দিয়েছে, সেখানে গিয়ে দেখি তারা চলে গেছে।’

ওয়াসার লোকেরা আপনার বাসায় গিয়ে হুমকি দিয়েছে শুনেছিলাম, এখন কী অবস্থা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বাড়িতে গিয়ে তারা হুমকি দিয়ে এসেছে। বাসায় গেটে লাথি মেরেছে। খুব আজেবাজে আচরণ করেছে। এ বিষয়ে নিয়ে আমি জনগণের কাছে বিচার দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here