জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা: নিহত ২৫

0
388

খবর ৭১ঃফের আফগানিস্তানে রক্তাক্ত মসজিদ প্রাঙ্গন৷ শুক্রবার জুমার দিনে মসজিদের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত অন্ততপক্ষে ৫০ জন৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷

শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে৷ স্থানীয় একটি শিয়া মসজিদের বাইরে প্রথমে অপেক্ষা করছিল দুই আক্রমণকারী৷ পরে মসজিদে ঢোকে তারা৷ সেই সময় মসজিদের ভিতর নমাজ চলছিল প্রার্থনা৷
মসজিদে প্রবেশের সময় দুই নিরাপত্তকর্মীকে গুলি করে খুন করে জঙ্গিরা৷ প্রথমজন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়৷ এরপর দ্বিতীয়জন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেওয়ার আগে পুলিশ তাকে গুলি করে৷ না হলে মৃতের সংখ্যা আরও দ্বিগুণ হতে পারত৷

পাকতিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসুন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বহু মানুষ আহত হয়েছে৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ তবে অনুমান ইসলামিক স্টেটের জঙ্গিরা এই বিস্ফোরণের নেপথ্যে৷ কেননা অতীতে তাদেরকে এই ধরনের হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গিরা৷
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here