জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে প্রধানমন্ত্রীর আহ্বান

0
258

খবর৭১ঃ জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে সারা দেশের মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারও বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি।

তিনি বলেন, সবার বিচার করবেন রাব্বুল আল আমিন। জুমার খুতবায় আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা শান্তি চাই।

প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে নিউজিল্যান্ডের মসজিদে মুসলমানদের হত্যা করা হয়েছে। শ্রীলংকায় বোমা হামলায় অনেক মানুষের প্রাণ গেল। নিষ্পাপ শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমাদের শিশু জায়ান চৌধুরীও রক্ষা পায়নি জঙ্গিদের হাত থেকে।

জায়ানের জন্য আগামীকাল শুক্রবার প্রত্যেক মসজিদে দোয়া করার জন্য বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here