জীবননগর প্রবীণদের মা­ঝে উপকরণ ও সম্মাননা স্মারক প্রদান

0
288

খবর৭১:চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবননগর প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়­নের লক্ষে প্রবীণদের মাঝে বিভিন্ন উপকরণ ও সম্মননা প্রদান করা হয়েছে। বে-সরকারী সংস­্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পল্লী কর্ম-স­হায়ক পিকেএসএফ’র অর্থ­ায়নে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা চত্বরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রবীণদের মা­ঝে উপকরণ বিতরণ অনুষ্­ঠান অনুষ্ঠিত হয়। অনু­ষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়ন প্র­বীণ কমিটির সভাপতি সা­বেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতি­থি হিসাবে উপস্থিত থে­কে উপজেলার ৩শ জন প্র­বীণদের মাঝে চেয়ার,লা­ঠি,ছাতা ,কোমট,হুইল চেয়ার বিতরণ করেন। এবং পিতা মাতার প্রতি ভা­লোবাসা তাদের সার্বিক খোঁজখবর নেওয়ায় ১৫ জনকে শ্রেষ্ঠ সন্তানের পুরস্কার ও ৬০ জন প্­রবীণদের মাঝে সম্মননা স্বরুপ ক্রেস্ট প্রদ­ান করেন জীবননগর উপজে­লা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফা আলম

বিশেষ অতিথি ছিলেন উপ­জেলা নির্বাহী অফিসার সেলিম রেজা,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহ­রাব হোসেন খান,কেডিকে ইউপি চেয়ারম্যান খাই­রুল বাশার শিপলু,জীবন­নগর প্রেসক্লাবের সভা­পতি আনোয়ারুল কবির,সম­্পাদক এম আর বাবু,ওয়েভ ফাউন্ডশনের উপ-সমন্­বয়কারী কামরুজ্জামান যুদ্ধ,সহ উপজেলার প্র­তিটি ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি সম্পা­দকগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্­বিক পরিচালনা করেন ওয়­েভ ফাউন্ডেশনের সহ-সম­ন্বকারী নুঝাত পারভিন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here