জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা, নতুন মুখ রাব্বি

0
277

খবর৭১ঃজিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে নতুন মুখ হিসেবে ফজলে রাব্বি জায়গা পেয়েছেন। ১৫ সদস্যের এ দল থেকে বাদ পড়েছেন এশিয়া কাপ খেলে আসা মমিনুল ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার সাইফুদ্দিন।

অক্টোবর-নভেম্বরে এই সিরিজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। অতিথিদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

আগামী ২১ অক্টোবর ঢাকায় হবে প্রথম ওয়ানডে। এরপর চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৪ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে তারা।

এর পর ৩ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে প্রথম টেস্ট। তার পর ১১ নভেম্বর রাজধানীতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সূচি অনুযায়ী প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আর টেস্ট খেলা প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফ উদ্দিন ও ফজলে রাব্বি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here