জিম্বাবুয়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন

0
314

খবর৭১:জিম্বাবুয়েতে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদ বিবিসি জানিয়েছে, রাজধানী হারারেতে নিহতরা সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে হারারের কেন্দ্রস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশের গুলির তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী জোট এমডিসি।

পুলিশের এই হামলাকে রবার্ট মুগাবের সময়কার ‘অন্ধকার দিন’র সঙ্গে তুলনা করেছেন তারা।

এদিকে, দেশটিতে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একইভাবে উদ্বেগের কথা জানিয়েছে সেদেশের সাবেক ঔপনিবেশিক শক্তি যুক্তরাজ্য।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here