জাহাজ চলাচলের জন্য নতুন পানিপথ তৈরি করবে বাংলাদেশ ও ভারত

0
252

খবর৭১:জাহাজ চলাচল করতে ভারত ও বাংলাদেশের মধ্যে আরেকটি নতুন পানিপথ তৈরি কাজ হাতে নিয়েছে দেশদুটি। আগামী ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন হতে পারে।

ভারতীয় অংশে গোমতী নদী ড্রেজিং করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের সঙ্গে ত্রিপুরার সোনামুড়াকে যুক্ত করা হবে। সোনামুড়া থেকে মেঘনা নদীতে আশুগঞ্জ বন্দরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।

খুব শিগগিরই ড্রেজিং বা খনন কাজ শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার (১৩ নভেম্বর) মুখ্যমন্ত্রীর এই ঘোষণার খবর দিয়েছে ভারতের অনলাইন দ্য টেলিগ্রাফ পত্রিকা।

বিপ্লব কুমার দেব বলেন, সম্প্রতি সফর করেছেন নৌচলাচল বিষয়ক সচিব। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, এই কাজ সম্পন্ন হবে ৬ মাসের মধ্যে। নতুন এই পানিপথের কাজ সম্পন্ন হলে উৎপাদিত পণ্য সরাসরি চলে যাবে সোনামুড়া সাব ডিভিশনাল শহরে।

তিনি আরও বলেন, ‘২০২০ সালের মধ্যে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথের কাজ শেষ হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশ হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here