জার্মানি থেকে এরদোয়ানের মূর্তি অপসারণ

0
484

খবর৭১:জার্মানির ভিসবাডেন শহরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের মূর্তি নিয়ে সমর্থক এবং সমালোচকদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে এরদোয়ানের ১৩ ফুট উঁচু সোনালী রঙের মূর্তিটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, একটি আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রদর্শনের জন্য জনসমক্ষে আনার পর অজ্ঞাতনামা লোকজন এর গায়ে বড় করে “তুর্কি হিটলার” লিখে রেখে যায়। আর তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে আয়োজকরা মূর্তিটি সরিয়ে নেন।

ভিসবাডেন ফেস্টিভ্যালের আয়োজকরা বলছেন, সুস্থ আলোচনা-বিতর্ক শুরু হবে এই আশায় তারা এরদোয়ানের মূর্তিটি তৈরি করেছিলেন। কিন্তু এই মূর্তি নিয়ে পরে এরদোয়ানের সমর্থক ও বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় যা এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here