জামালগঞ্জে হাওরপাড়ের গুণীজন ডা:মো:বদিউজ্জামান আর নেই

0
756

মো:অাখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধি ::

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের অাছানপুর গ্রামের ডা:মো:বদিউজ্জামান(এম বি জামান)(৭০)আর নেই।গতকাল রবিবার(৩-জুন)বিকাল ২ টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়,গত তিনদিন পূর্বে সুনামগঞ্জ বনানী পাড়া মসজিদে বৃষ্টিভেজা টাইলসে পা পিছলে পড়ে শরীরের হাড় ভেঙ্গে যায়।দূর্ঘটনার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে এই হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে হাড়ভাঙ্গার অপারেশন করলে আর ঞ্জান ফিরেনি।কর্তব্যরত চিকিৎসক-ডা:মো:বদিউজ্জামান কে মৃত ঘোষনা করেন।জানাযায়, দূর্ঘটনার বেশ কিছুদিন আগে তিনি হার্টের সফল অপারেশন করে ছিলেন।

আজ সোমবার(৪-জুন)অাসরের নামাজের পর পরেই জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হবে।পরে জামালগঞ্জ সদর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

ডা:মো:বদিউজ্জামান পেশাগত দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করছিলেন।সুনামগঞ্জ বনানী পাড়ার নিজস্ব বাসায় বসবাস করতেন।তিনি দিরাই উপজেলা স্বাস্থ্য কম্পপ্রেক্স সহ দেশের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালকের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহন করেন।তিনি জামালগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত পরিবারের একজন গুণী ব্যাক্তি সু-চিকিৎসক ছিলেন।তাঁর বাবা মরহুম অাব্দুর রহিম তালুকদার বেহেলী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।তিনি তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান সিরাজুল হক চাচাতো ভাই।

ডা:মো:বদিউজ্জামান এর মৃত্যুকালে তাঁর বৃদ্ধ মা, স্ত্রী,১ছেলে মাহমুদ জামান মুন্না এমবিবিএস ডাক্তার সৌদি আরব কর্মরত।১ মেয়ে লিজা এমবিবিএস ডাক্তার অামেরিকা কর্মরত অাছেন।

এছাড়া সমাজে কৃতিত্বভান ব্যাক্তি সহ অসংখ্য অাত্মীয় স্বজন রেখে মারা যান।তাঁর মৃত্যুের খবর ছড়িয়ে পড়লে সারা উপজেলা জুরে শোকের ছায়া নেমে আসে।তাঁর মৃত্যেতে জামালগঞ্জ প্রেসক্লাব,বিএমএ-সুনামগঞ্জ শাখা গভীর শোক প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here