জামালগঞ্জে হতদরিদ্র মাঝে অাশ্রায়ণ-২ প্রকল্পের ঘরের চাবি প্রদান।

0
285

জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি::

জামালগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে অাশ্রায়ণ-২ প্রকল্পের ঘরের চাবি হস্তানন্তর করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামের হতদরিদ্র সবুজ মিয়া কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আয়শ্রণ-২ এর আওতায় যার জমি আছে ঘর নেই,তার নিজ জমিতে নির্মিত ঘর হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত “সবার জন্য বাসস্থান” নিশ্চিত করার লক্ষ্যে “জমি আছে ঘর নাই,তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় হত-দরিদ্রদের এসব আধাপাঁকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

ঘর পেয়ে শাহপুর গ্রামের সবুজ মিয়া বলেন,সংসারে অভাবের কারণে নতুন একটি ঘর তৈরি করার কখনো কোন স্বপ্ন দেখতাম না।এখন সরকার থেকে ঘরটি পাওয়ায় খুব সুবিধা হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথা গোজার মতো একটা জায়গা করে দিয়েছেন।তাই নিশ্চিন্তে এই ঘরে বাচ্চাদের নিয়ে বসবাস করতে পারব।জানাযায় জামালগঞ্জ উপজেলায় অাশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে ৯০টি ঘর প্রদান করা হবে।২৭টি ঘরের কাজ চলমান থাকায় ৬৩টি ঘরের চাবি হতদরিদ্র পরিবারের মধ্যে হস্তানন্তর করা হয়।প্রতিটি ঘর ১লাখ টাকা খরচ করে তৈরী করা হয়েছে।ঘর পেয়ে হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেছে।
ঘর হস্তানন্তর করার সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃশামীম আল ইমরান,সহকারী কমিশনার(গোপনীয়)জনাব মিল্টন চন্দ্র পাল,উপজেলা প্রকল্প কর্মকর্তা সাহাদাত হোসেন ভূইয়াঁ,আ’লীগ সভাপতি হাজী মোহাম্মাদ আলী,ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার,সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here