জামালগঞ্জে জলাবদ্ধতা নিরশনে ইউএনও‘র সাথে কৃষকদের মতবিনিময়

0
280

মো: আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর, ভীমখালী ও ফেনারবাক ইউনিয়নের পূর্বাংশের হাওরগুলোর সাড়ে সাত হাজার হেক্টর বোর জমির জলাবদ্ধতা নিরশন ও স্থায়ী সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেন কৃষকগণ।  উপজেলা হল রুমে জলাবদ্ধতায় আক্রান্ত প্রায় ৭০টি গ্রামের কৃষক প্রতিনিধিগণ মতবিনিময় শেষে স্বারক লিপি প্রদান করেন। স্বারক লিপিতে উল্লেখ করেন, আমরা এক ফসলী বোর জমি উপর নির্ভরশীল। ৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি দীর্ঘ দিন থেকে প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ করতে পারছি না। চাষাবাদ না করার কারণে ইতি মধ্যে অনেকেই বিটে বাড়ী ছেড়ে বিকল্প কর্মসংস্থানে আসায় পরিবার পরিজন নিয়ে অন্যত্র চলে গেছেন। আমরা এখনো যারা বিদ্যমান আছি, চাষাবাদ যোগ্য জমি থাকা সত্ত্বেও অতি কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। কানাইখালী নদীর নালা শান্তিপুর কালীবাড়ী থেকে পাগনা বিল হয়ে গজারিয়া স্লুইস গেইট পর্যন্ত অপেক্ষাকৃত ছোট ও পলি মাটি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এবং স্থানীয় লক্ষীপুর, শান্তিপুর ও ফেনারবাক গ্রামের কৃষকরা লক্ষীপুর ও মইশাকুড়ি নামক জায়গায় মাটি দিয়ে বাধ দেওয়ায় আমাদের পানি নিস্কাশন হচ্ছে না। কানাইখালী নদীতে একাধিক স্থানে নেট জাল ও ছাই দিয়ে বাধ দেওয়ায় পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পানি নিস্কাশন না হওয়ায় আমরা কৃষকগণ চলতি বোর মৌসুমে চাষাবাদ নিয়ে সংক্ষিত হয়ে পড়েছি। প্রায় সময়েই ঐ এলাকার স্থানীয় কৃষকগণ বাধ দিয়ে পানি নিস্কাশনে প্রতিবদ্ধকতা সৃষ্টি করায় আমরা উজানের কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এতে জলাবদ্ধতা এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এই বিষয় নিয়ে যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এমতাবস্থায় স্থায়ী সমস্যা সমাধানের জন্য কানাইখালী নদীর নালা শান্তিপটুর কালীবাড়ী থেকে পাগনা বিল হয়ে গজারিয়া স্লুইস গেইট পর্যন্ত খনন প্রকল্প বাস্তাবায়ন ও লক্ষীপুর ও মইশাকুড়ি বাধ ভেঙ্গে দেওয়া এবং চলতি মৌসুমে বোর জমি চাষাবাদের উপযোগী করে তোলার জন্য ভুতিয়ারপুর সংলগ্ন কানাইখালী নদীতে পল্টন বসিয়ে পানি নিস্কাশন করা দাবী পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, হাওর বাচাও জামালগঞ্জ বাচাও আন্দোলনের আহ্বায়ক মো: গোল আহমদ, আ‘লীগ নেতা জীতেন্দ্র তালুকদার পিন্টু, গণমাধ্যম কর্মী আকরব হোসেন, মো: আখতারুজ্জামান তালুকদার, কৃষক প্রতিনিধি আলাল উদ্দিন, আব্দুল মালেক মেম্বার, হোসেন আহমদ, ফয়জুল করিম, আব্দুল কদ্দুছ, আ: মোছাব্বির মেম্বার, জয়নুল হক মেম্বার, মদরিছ আলী, জহিরুল হক তালুকদার, রাজেন্দ্র তালুকদার, রনপ্রসাদ তাং, ইউসুফ আলী প্রমূখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী বলেন, জলাবদ্ধতা একটি দীর্ঘ দিনের সমস্যা, এই সমস্যায় কৃষকদের চাষাবাদ ব্যাহৃত হচ্ছে। দুটি পক্ষের কৃষকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here