জামালগঞ্জে এসএসসি সমমানের পরীক্ষায় পাসের হার-৬০:২৩

0
263

মো:আখতারুজ্জামান তালুকদার জামালগঞ্জ প্রতিনিধি::

জামালগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার-৬০:২৩,জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।এর মধ্যে ৮২৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।জিপিএ-৫ পেয়েছে ১৮জন।মাধ্যমিক বিদ্যালয়ে মোট পাসের হার-৬২:০৭।

বাংলাদেশ মাদ্রসা বোর্ডের অধীনে অনুষ্টিতব্য দাখিল পরীক্ষায় উপজেলার ৬টি মাদ্রসা থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।এর মধ্যে ১৬৭জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। কোন প্রতিষ্টানে জিপিএ-৫ নেই।মাদ্রাসায় মোট পাশের হার-৫৮:৩৯।

জানা যায়,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৭ জন।পাশের হার-৬৫:৪৯।জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩৯ জনের মধ্যে ১৪৬জন।জিপিএ-৫ পেয়েছে-৪ জন পরীক্ষার্থী।
সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে ২০৩ জনের মধ্যে ১৪৭ জন।নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ১০০ জনের মধ্যে ৭৬ জন।ভীমখালী উচ্চ বিদ্যালয়ে ১৫১ জনের মধ্যে ৭২ জন।বেহেলী উচ্চ বিদ্যালয়ে ৮৬ জনের মধ্যে ৪৭ জন।অালা উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১১৬ জনের মধ্যে ৮৯ জন।হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে ২৬ জন।অাব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ে ৫২ জনের মধ্যে ২৮ জন।অালহাজ্ব ঝুনুমিয়া উচ্চ বিদ্যালয়ে ৬৬ জনের মধ্যে ২৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

উপজেলার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টান গুলোর মধ্যে শুকদেবপুর দাখিল মাদ্রাসায় ৪৭ জনের মধ্যে ২৭ জন।লক্ষীপুর টিডি মাদ্রাসায় ৪২ জনের মধ্যে ২৩ জন।নোয়াগাঁও অালিম মাদ্রাসায় ৮৮ জনের মধ্যে ৫৫ জন।কালীপুর দাখিল মাদ্রাসায় ৫৮ জনের মধ্যে ৩৪ জন।লক্ষীপুর রহমানিয়া দাখিল মাদ্রাসায় ৩৮ জনের মধ্যে ২২ জন।হাজী জুলেখা তায়েব দাখিল মাদ্রাসায় ১৩ জনের মধ্যে ৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।৬টি মাদ্রাসার মধ্যে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির বলেন,এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় এবছর শিক্ষার হার ও জিপিএ-৫ কমেছে।

শিক্ষার্থীদের ভাল ফলাফলের বিকল্প নেই।শিক্ষার্থীরা বছরের শুরু থেকে সঠিক ভাবে লেখাপড়ায় মনোযোগী হলে অবশ্যই ভাল করতে পারবে।তিনি শিক্ষক অভিবাবক ও শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহব্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here