জাবিতে ৪৩ তম ব্যাচের ২দিন ব্যাপী চতুর্থ বর্ষপূর্তি উৎসব শুরু

0
654

খবর৭১:”অায় বলি এক সুরে, তেতাল্লিশ মন জুড়ে……” এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৩ তম ব্যাচের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী বর্ষবরন উৎসব শুরু হয়েছে ।

আজ (রবিবার, ১৩ মে ২০১৮)সকাল ৯ টায় কেক কাটার মধ্য দিয়ে ৪৩ তম ব্যাচের ২ দিন ব্যাপী বর্ষবরন উৎসব শুরু হয়েছে। উৎসবের ১ম দিন থাকছে অানন্দ র্যালী, দুপুরে ক্যাম্পাস পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান এবং সন্ধায় গ্রান্ড ডিনার ও ডিজে পার্টি।

অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষদিন (১৪ই মে ২০১৮) সকালে থাকছে ‘হারানো বন্ধুদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচি , বিকালে ফানুস উৎসব এবং সন্ধায় ৪৩ তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেগা কনসার্ট। মুক্তমঞ্চ মাতাতে উপস্থিত থাকবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের তুহিন ও তার নতুন ব্যান্ড অাভাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here