জাবিতে আওয়ামীপন্থীদের একাংশের অবস্থান ধর্মঘট

0
287

খবর ৭১ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের’ দাবিতে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। আজ বুধবার বেলা ১১টা থেকে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এ কর্মসূচি পালন করছে।
ধর্মঘট পালনকারী শিক্ষকরা প্রশাসনিক ভবনের গেটগুলো বন্ধ করে ভবনের সামনে অবস্থান নেয় । ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ধর্মঘট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। কর্মসূচি শেষে প্রশাসনিক ভবনের সামনের সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবস্থান ধর্মঘটে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here