জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা

0
347

খবর ৭১ঃঅপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে আট লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, হাসপাতালের কয়েকটি বিভাগে অভিযান চালানো হয়। তাদের অপারেশন থিয়েটারে গিয়ে কয়েকটি সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়, যেগুলোর অধিকাংশই ছিল মেয়াদোত্তীর্ণ। তাই তাদের ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ধানমণ্ডির আরও দুটি হাসপাতালে অভিযান চালানো হবে। এরপর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মৃত শিশুকে আইসিইউতে চিকিৎসাধীন দেখানোসহ নানা অনিয়মের দায়ে এই হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ব্যাখ্যা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকেছিলেন উচ্চ আদালত।

র‌্যাব, স্বাস্থ্য অধিদফতর এবং ওষুধ প্রশাসন অধিদফতর সম্মিলিতভাবে সেই অভিযানটি চালিয়েছিল। এর এক মাস না পেরোতেই ওই বছরই পার্কিং এলাকায় অবৈধ দখলের দায়ে ফের জরিমানা দিতে হয় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে।

এদিকে সোমবার মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, রি-এজেন্টের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে ঢাকার বাইরের জেলাগুলোর শাখায় পাঠানো এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ধানমণ্ডি-২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here