জাপানের টোকিওতে সংসদ এলাকায় গাঁজার চারার খোঁজ!

0
261

খবর৭১:জাপানের রাজধানী টোকিওতে দেশটির সংসদ এলাকার একটি ভবনের মাঠে বেড়ে উঠতে থাকা গাঁজার চারার খোঁজ পেয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে মাদকের ব্যাপারে কোনো ধরনের সহনশীলতা দেখানো হয় না; এমনকি সামান্য পরিমাণ গাঁজা রাখার দায়ে যে কারো পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি একজন পরিদর্শক সংসদ ভবনের মাঠে গাঁজার গাছ দেখতে পান। পরে সেখান থেকে অন্তত চারটি গাছ উপড়ে ফেলা হয়। তবে সংসদ এলাকায় কিভাবে গাঁজার গাছ বেড়ে উঠলো সেব্যাপারে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

জাপানের পার্লামেন্টের এক কর্মকর্তা বলেছেন, সেখানে গাঁজার বীজ বাতাসে ভেসে আসতে পারে অথবা পাখিও ফেলতে পারে। পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যরা ওই ভবনটি অফিস হিসেবে ব্যবহার করেন।

ওই কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা টোকিও মেট্রোপলিটন সরকারকে এ ব্যাপারে জানানোর পর দুই কর্মকর্তা পার্লামেন্ট ভবন এলাকা পরিদর্শন করেছেন। তারা বলেছেন, গাছগুলোর বয়স দুই মাস হতে পারে।

তিনি বলেন, গাঁজার গাছ পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য অাবারো সংসদ ভবন এলাকা পরিদর্শন করা হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here