জানুয়ারিতে হচ্ছে না বিশ্ব ইজতেমা

0
227

খবর৭১:জানুয়ারি মাসে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্র্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকবে, সে কারণে জানুয়ারিতে ইজতেমা স্থগিত করা হয়েছে। তবে এবারের ইজতেমা কবে নাগাদ হবে তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ধর্মসচিব মো. আনিছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ইজতেমা আয়োজনকারী মুরব্বিরা উপস্থিত ছিলেন। সেখানে তাবলিগ জামাতের বিবদমান দুটি গ্রুপের সদস্যরাও ছিলেন। সভায় আগামী জানুয়ারিতে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা না করার সিদ্ধান্ত হয়। গত রাতে ধর্মসচিব মো. আনিছুর রহমান সাংবাদিকদের জানান, জানুয়ারিতে বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here