জাতীয় সংসদ নির্বাচনে কয়টি ইভিএম থাকছে সিদ্ধান্ত আজ

0
496

খবর৭১:জাতীয় সংসদ নির্বাচনে কতটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত জানা যাবে আজ। শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

তিনি বলেন, ‘আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে। এই দুটো জিনিস শনিবারের (২৪ নভেম্বর) সভায় ঠিক হবে।

গত অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নূরুল হুদা শহরাঞ্চলে অল্প কিছু এলাকায় ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের কথা বলেছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান জানালেও বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এর ঘোর বিরোধিতা করে আসছে। আপত্তি না শুনে নির্বাচনে ইভিএম ব্যবহার করলে মামলা করারও হুমকি দিয়ে রেখেছে তারা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘যারা মামলা করবে, এটা তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সীমিত আকারে ব্যবহার করব। এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here