জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ঘোষণা, কমিটি গঠন

0
263

খবর৭১ঃ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ পর এবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ঘোষণা দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সদস্য সচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। এছাড়াও ১৯ সদস্যের স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

জয়নুল আবেদীন সাংবাদিকদের জনান, ‘আন্দোলনরত সব আইনজীবী ও রাজনৈতিক দলের আইনজীবীদের এক সভায় গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে।’

তিনি জানান, ‘সভায় ৩০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নীতিনির্ধারণী পর্যায়ে ১৯ সদস্যের স্টিয়ারিং কমিটি করা হয়েছে। ‘কমিটি ২২ তারিখ (সোমবার) একটি সভা করবে। এরপর ২৫ অক্টোবর একটি সাধারণ সভা হতে পারে।’

স্টিয়ারিং কমিটিতে ব্যারিস্টার মইনুল হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন বলেও তিনি জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here