জাতীয়করণে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ধর্মঘট

0
267

খবর৭১:আজ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করবেন শিক্ষকরা। একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন চলছে।

আজ রবিবার সপ্তম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন চলছে।

শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের গত ১০ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এসব শিক্ষকেরা। ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে গেছেন তারা।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তারা সেসব প্রতিষ্ঠান চালালেও নামেমাত্র বেতন-ভাতা পাচ্ছেন। তা দিয়েই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অথচ তিন শতাংশ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এ দাবিতে আমরা রাজপথে নেমেছি।

আন্দোলনে এ পর্যন্ত ৮৫ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ পার্শ্ববর্তী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দিয়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here