জাতিসংঘে বাংলা চাই শ্লোগানে কুড়িগ্রামে ক্যাম্পেইন উদ্বোধন

0
294

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ এই দাবিতে এবং ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানে কুড়িগ্রামে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব সৈয়দ শামসুল হক মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রæপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকারী সদস্য মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর ঢাকা উপ-পরিচালক নুরন্নবী খন্দকার, সদর নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কার্যকারী সদস্য সফি খান প্রমুখ।
অতিথিরা বলেন, ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে জাগো নিউজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দাবি বাস্তবায়নের অনলাইনে ভোটিং কার্যক্রমে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহŸান জানান হয়। তারা আরও জানান, ১৯৫২ সালে মাতৃভাষার দাবি অর্জিত হলেও ১৯ বছর পেরিয়ে হলো আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার কিন্তু বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে এখনও স্বীকৃতি পায়নি। বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বললেও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি না পাওয়া অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বাংলা ভাষাভাষি সকলকে অনলাইনে ভোটিং কার্যক্রমে অংশ নেয়াসহ সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here