জাজিরায় মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি কর্মসূচি

0
305

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মুক্তিযোদ্ধারা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক মুক্তিযোদ্ধাকে কটুক্তির অভিযোগে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে বুধবার (২৪ জানুয়ারী ২০১৮) সকালে জাজিরার যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রহমান খানের নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। অপরদিকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের কথাকাটির বিষয়ে পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভায় বিএম মোজাম্মেল হক এমপি’র আবেগময় বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করার কথা ব্যক্ত করে জাজিরার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক খানের নেতৃত্বে শোডাউন, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে পত্র প্রদান করা হয়।
সকালে জাজিরা শহীদ মিনারের সামনে মুক্তিযোদ্ধাদের একাংশের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, রাজ্জাক মাস্টার, আব্দুল কাদের মাদবর, মোহাম্মদ আলী মাদবর, মূলনা ইউপি’র চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার, আওয়ামীলীগ নেতা আনিচুর রহমান মাদবর, বাবুল আকন, ছাত্রনেতা রুবেল বেপারী প্রমূখ। এসময় বক্তারা বিএম মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
অপরদিকে, বিকালে জাজিরা উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধাদের অপরাংশের অয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, আলী আকবর বাঘ, আহসান উল্যাহ, দুদু মিয়া, সাবেক ছাত্রনেতা এস.এম আমিনুল ইসলাম রতন, রফিকুল ইসলাম (আক্কাস মুন্সী), নুর হোসেন কাজী, সরোয়ার হোসেন মৃধা, ছাত্রনেতা হানিফ মাদবর প্রমূখ। এসময় বক্তারা বিএম মোজাম্মেল হককে মুক্তিযোদ্ধা বান্ধব জনপ্রতিনিধি আখ্যায়িত করে তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
এ ব্যাপারে বিএম মোজাম্মেল হক এমপি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। কিন্তু মুক্তিযোদ্ধা-জনতা আমার সঙ্গে ছিল ও আছে।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী বলেন, আমরা বিএম মোজাম্মেল হকের শাস্তি চাই। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে মুক্তিযোদ্ধাদের জন্য সুরক্ষা আইন করতে হবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here