জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
362

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
২০২২সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান(এমডিভি) কার্যক্রম উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা অবহিতকরণ সভা গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আব্দুল হাকিম তালুকদার, এসএম হেলাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরী, দুপচাঁচিয়া পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর এবিএম জহুরুল ইসলাম খান মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, আবাসিক মেডিক্যাল অফিসার, ডাঃ দেলোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার আয়েশা ছিদ্দিকা সম্পা, এমডিভি সুপারভাইজার(সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা মুক্তার উদ্দিন, জহুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান(এমডিভি) কার্যক্রমের আওতায় এ উপজেলায় ৩ধাপে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৯ফেব্র“য়ারি থেকে ১৩ফেব্র“য়ারি প্রথম ধাপে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। অবহিতকরণ সভায় বক্তারা এ কর্মসূচী সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here