জলপাইগুঁড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়কের গলিত মৃতদেহ

0
181

খবর৭১:ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূটান সংলগ্ন বিখ্যাত পর্যটন কেন্দ্র ডুয়ার্স। সেখানকার মূর্তি নদীতে গত ১০ জুলাই জলপাইগুঁড়ি শহরের বাসিন্দা আনন্দ সরকার, আনন্দের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও নিতাই নামে এক যুবকের সঙ্গে ঘুরতে যান জলপাইগুঁড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়ক বাপ্পা সাহা। সেখানে খাওয়া-দাওয়ার পর মূর্তি নদীতে গোসল করতে নামেন বাপ্পা। তারপর থেকেই নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন পুলিশ ও রেসকিউ টিমের সদস্যরা। ওইদিন থেকে মূর্তি নদীতে অনেক তল্লাশি করেও সন্ধান মেলেনি বাপ্পার। অবশেষে নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২০ জুলাই) ওই নদীর সেতুর খুঁটির নীচ থেকে উদ্ধার হয় বাপ্পার গলিত মৃতদেহ।

এ ঘটনায় বাপ্পার চাচা মেটেলি থানায় আনন্দ সরকার, আনন্দের শ্যালক প্রতীক দাম ও গাড়ি চালক দেবাশিসদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। গত ১৪ জুলাই পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। পরিবারের অভিযোগ বাপ্পাকে ওরাই মদ্যপানে অচেতন করে হত্যা করেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here