জনপ্রতিনিধিরা ভোটে লড়তে পারবেন কি না তা জানতে চায় ঐক্যফন্ট

0
416

খবর৭১:স্থানীয় সরকারের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেয়রদের পদত্যাগ না করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা—এ বিষয়ে জরুরি ভিত্তিতে নির্দেশনা জারি করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (১৯ নভেম্বর) ইসিকে এই চিঠি দেয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এতে সই করেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার আগে উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে কি না, সেটির বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না। ফলে এ বিষয়ে অনেকের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।’

এ বিষয়ে জরুরি ভিত্তিতে ইসিকে নির্দেশনা জারি করার অনুরোধ জানায় জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here