জনগণকে রাজপথে নামতে আহ্বান জানিয়েছে বাম গণতা‌ন্ত্রিক জোট

0
333

খবর৭১:দেশে‌ নির্দলীয় নির‌পেক্ষ ও সুষ্ঠু নির্বাচ‌নের জন্য দে‌শের জনগণকে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে, ঘ‌রে ব‌সে থাক‌লে হ‌বে না, শুধুুু প্রেসক্লা‌বে প্রোগ্রাম কর‌লে হ‌বে না। তাই জনগণকে রাজপথে নামতে আহ্বান জানিয়েছে বাম গণতা‌ন্ত্রিক জোট।

বৃহস্প‌তিবার (২০ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এক সমা‌বে‌শে তারা এ আহ্বান জানিয়েছেন।

সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, আগা‌মী অ‌ক্টোবর মা‌সের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা, অথচ দেশে এখন পর্যন্ত অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরও একটি একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। তাই দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দল-বলকে নির্বিশেষে রাজপথে নামতে হবে।’

এসময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে জোটের নেতারা বলেন, ‘নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আর তা যদি না করেন তাহলে মানুষের ভাতের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর কর্মসূচি করতে বাধ্য হবো।’

সমাবেশ শেষে তারা নির্বাচন কমিশন ঘেরাও করার উদ্দেশে মিছিল নিয়ে যায়। সমাবেশে উপস্থিত ছিলেন বাম নেতা সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here