জগন্নাথপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্টানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

0
237

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন আলোকিত দেশ ও মেধাবী জাতি গঠনে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরনের পাশাপাশি উপবৃত্তিসহ শিক্ষার্থীদের সকল প্রকার সুযোগ সুবিদা প্রদানসহ সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি গতকাল শনিবার উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ জগন্নাথপুর সরকারি কলেজে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। বর্নাঢ্য আয়োজনে কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে, উন্নত জীবন যাপন, ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জগন্নাথপুর-পাগলা-আউশকান্দি আ লিক মহাসড়কের কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুর কাজ দ্রুত গতিতে চলছে এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, গ্রামীন রাস্তা, ব্রিজ কালভার্ট এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। সেই সাথে সুনামগঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া সহ কৃষকদের কল্যাণে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বেগমান রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান। নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রবীন নেতা কলেজের গভর্ণিং বডির সাবেক শিক্ষানুরাগী সদস্য সিদ্দিক আহমদ উপজেলার শিক্ষাক্ষেত্রে নানান ঐতিহ্য তুলে ধরে নবীণ শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ¯েœহ ভালোবাসা জানিয়ে বলেন জগন্নাথপুরের উচ্চ শিক্ষা বিস্তারে এ কলেজটি অগ্রনী ভূমিকা রাখবে। তিনি কলেজটি সরকারি করণ হওয়ায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল বাতেনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ, নবীন শিক্ষার্থী নাহিদ আহমদ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুন নূর, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ওসি তদন্ত নব গোপাল দাশ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুব লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে’র নির্বাহী সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক আব্দুল মমিন নাসির, তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়। পরে সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই শিল্পী পিয়াংকা সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here