জগন্নাথপুর ডিগ্রি কলেজে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
345

জগন্নাথপুর প্রতিনিধি:-

জগন্নাথপুর ডিগ্রি কলেজে বুধবার দুপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মাদকের ভয়াবহতাসহ বিভিন্ন অপরাধ বিষয়ের উপর  বক্তব্য রাখেন বাগেরহাট জেলা থেকে আগত বাই সাইকেল আরোহী শেখ মো: ফেরদাউস ও মো: মাসুম পাইক, জগন্নাথপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এটি এম নুরুল মোত্তাকিন, সহকারি অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, প্রভাষক বিজিত বৈদ্য, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক নিয়াজ আহমদ, প্রভাষক অশেষ দেব, প্রভাষক শফিউল করিম প্রমূখ। উল্লেখ্য, বাগের হাট জেলার বাগের হাট সদর উপজেলার বাদেকারা পাড়ার বাসিন্দা শেখ আব্দুর রাজ্জাকের পুত্র শেখ ফেরদাউস ও একই উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৃত বাশারত আলী পাইক’র পুত্র মাসুম পাইক মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ সন্ত্রাসীদের মতো জাতীয় গুরুত্বপূর্ন বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাই সাইকেল চড়ে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় ক্যাম্পেইন করে যাচ্ছেন। তারা তাদের নিজ জেলা বাগেরহাট থেকে শুরু করে এ পর্যন্ত ৪৮টি জেলায় এ ক্যাম্পেইন করেছেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here