জগন্নাথপুরে ৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ ও মাদ্রাসার নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

0
623

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন সরকার দেশের গ্রামা লে এতো উন্নয়ন করেনি উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাসী। শেখ হাসিনা দেশে উন্নয়নের যে জোয়ার এনেছেন তাতে প্রমান হয় তিনি দেশে মায়ের ভুমিকা পালন করে যাচ্ছেন। শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য সেবাসহ সর্বপরী উন্নয়নে মহা সাফল্যে অর্জন করেছেন। প্রতিমন্ত্রী বলেন ভাটির জনপদে আমার জন্ম। আমি বাকী দিনগুলো আপনাদের সাথে কাজ করে যেতে চাই। তিনি বলেন আমার গত কয়েক বছরের কাজ যদি আপনারা বিবেচনা করেন যদি কোন অন্যায় করি তাহলে আমাকে স্মরন করবেন না। আর যদি আপনাদের সেবায় কাজ করে থাকি তাহলে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তিনি মুরব্বী, যুবক, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের জন সাধারনের উদ্দেশ্যে বলেন আপনারা সম্পূর্ন নিরপেক্ষভাবে আ লিকতার উর্ধ্বে থেকে কার বাড়ি কোথায় সেটা বিবেচনা না করে বাংলাদেশ আওয়ামী লীগকে স্মরন রাখবেন। তিনি শেখ হাসিনাকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন ইনশাল্লাহ আগামী ৫বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ঐ বাংলাকে সোনার বাংলায় রূপান্তর করবেন। তিনি কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার উন্নয়নসহ সড়ক যোগাযোগের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই, জয়নগর, কুশারাই, হিলালপুর, ইসলামপুর ও পাইলগাঁও ইউনিয়নের শামারগাও গাছতলা গ্রামের বিদ্যুৎ সংযোগ ও কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার নব-নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী। রানীগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি দবির উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম। মাদ্রাসার শিক্ষক মাওলানা আছাব উদ্দিন ও তরুন সমাজ কর্মী কয়েছ আহমদ সুমনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সত্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন দাশ। জনসভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাসির, মুহিবুর রহমান লিটু, সাধারন সম্পাদক শাহ রুয়েল, যুগ্ম সম্পাদ ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সজীব রায় দুর্জয়, জেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাজি আব্দুল লতিফ, সদস্য রমজান আলী, সদস্য তজমুল হোসেন, ইউপি সদস্য মাহমদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ, আব্দুল বারিক, ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব হোসেন মিটু, কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য যুবলীগ নেতা হোসাইন মাসুদ মোশাররফ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা লোকমান হোসেন, আবুল হাসান শিপন প্রমূখ। পরে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ স ালন লাইনের উদ্বোধন করেন। এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮০লাখ টাকা ব্যায়ে কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের ফলক উম্মোচন করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। জনসভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের হাতে কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মানপত্র তুলে দেন সুপার মাওলানা আমিরুল ইসলাম।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here