জগন্নাথপুরে ৩২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে

0
517

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বিদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার জগন্নাথপুরে ৩২টি মন্ডপে                 উদযাপিত     হবে। উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নে ২৬টিতে সার্বজনিন এবং ৬টিতে পারিবারিকভাবে দুর্গোৎসব উদযাপন হবে। সব কয়টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। হাতে তেমন সময় না থাকায় পূজারিরা এখন ব্যস্ত সময় পার করছেন। শারদীয় উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি, উৎসবকে ঘিরে চলছে মন্দির ও মন্ডপে সাজ সজ্জার কাজ। শিল্পীদের নরম হাতের শৈল্পিক ছোঁয়ায় খড় মাটি, পাট ও কাঁদায় তৈরি প্রতিমাগুলো উঠে দাঁড়াতে শুরু করেছে। শুধু বাকি পরিপাটি করে সাজানোর কাজ। এখন মূল কাঠামোয় দুর্গা মহিষাসুরের পাশাপাশি কার্তিক, গণেষ, লক্ষী ও সরস্বতি প্রতিমায় চলছে মাটির প্রলেপের কাজ। ইতোমধ্যে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে সম্পন্ন হয়েছে প্রাথমিক সংস্কারের কাজ। চলছে বর্ণিল ডেকোরেশন ও আলোক সজ্জা। দুর্গোৎসবের আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। দুর্গা দেবী এবার ঘোটকে আসছেন। পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি পৌরসভার সহকারি প্রকৌশলী স্বতিশ গোস্মামী, সাধারন সম্পাদক আর্ট স্কুলের অধ্যক্ষ প্রনব বণিক জানান, প্রতি বছরের ন্যায় জগন্নাথপুরে দুর্গোৎসব উদযাপনে উপজেলার ৩২টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সুষ্টু ও শান্তিপূর্নভাবে উৎসবটি উদযাপনে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সর্বোচ্চ সহযোগিতা প্রদানে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। এদিকে উপজেলার জগন্নাথপুর পৌর সভায় ৩টি মন্ডপে সার্বজনিন এবং ২টি মন্ডপে পারিবারিকভাবে দুর্গোৎসবের আয়োজন ছাড়াও কলকলিয়া ইউনিয়নে ৩টি, পাটলী ইউনিয়নে ১টি, মীরপুর ইউনিয়নে ৫টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৩টি, রানীগঞ্জ ইউনিয়নে ৫টি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১টি, আশারকান্দি ইউনিয়নে ৪টি ও পাইলগাঁও ইউনিয়নে ৫টি মন্ডপসহ মোট ৩২টি মন্ডপে দূর্গোৎসব অনুষ্টিত হবে। মন্ডপগুলো হচ্ছে জগন্নাথপুর পৌর সভায় জগন্নাথ জিউয় আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, দাস সম্প্রদায় সার্বজনীন পূজা মন্ডপ, আনন্দময়ী সার্বজনীন পূজা মন্ডপ, জগন্নাথপুর মহাজন বাড়ি পারিবারিক পূজা মন্ডপ, পূর্ব ভবানীপুর ভটবাড়ি পূজামন্ডপ, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী সার্বজনীন পূজা মন্ডপ, কলকলিয়া দূগাবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, গোড়ারগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, মীরপুর ইউনিযনের বাউর কাপন সার্বজনীন পূজা মন্ডপ, বাউর কাপন বড়বাড়ি পূজা মন্ডপ, লহড়ী সার্বজনীন পূজা মন্ডপ, লহড়ী গীতাসংঘ সার্বজনীন পূজা মন্ডপ, বাউর কাপন পারিবারিক পূজা মন্ডপ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর শ্রী শ্রী জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর পারিবারিক পূজা মন্ডপ, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার জগন্নাথ জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, হিলালপুর সার্বজনীন পূজা মন্ডপ, গোপালগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, রৌয়াইল সার্বজনীন পূজা মন্ডপ, হরিনাকান্দি সার্বজনীন পূজা মন্ডপ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিযনের অনুচন্দ প্রকাশিত বুধরাইল গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, আশারকান্দি ইউনিয়নের শহীদনগর সার্বজনীন পূজা মন্ডপ, জয়দা সার্বজনীন পূজা মন্ডপ, পাইকপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, ছোট শেওড়া ও বড় শেওড়া গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, পাইলগাঁও ইউনিয়নের সাধু সাধক কেতকী দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, আলীপুর সার্বজনীন পূজা মন্ডপ, খানপুর সার্বজনীন পূজা মন্ডপ, সাধু সাধক রবি দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, পুরাতন আলাগদি সার্বজনীন পূজা মন্ডপ। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান, দুর্গোৎসব সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গা পূজাকে ঘীরে ইতোমধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।  উৎসবের আর মাত্র ৫দিন বাকি রয়েছে। নতুন জামা কাপড় প্রসাধনি পন্য ক্রয়ে হাট বাজার মার্কেট বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। তরুন তরুনিরা দুর্গোৎসবকে প্রানের উচ্ছাসে দুর্গা দেবীকে বরন করতে তাদের মন্ডপগুলোতে বর্ণিল আলোক সজ্জা করেছেন। গান বাজনা আড্ডায় এখন কেবলই উৎসবের আনন্দের ঘন ঘটা সর্বত্রই বিরাজ করছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here