জগন্নাথপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত ঘাতক দিলাল গ্রেফতার

0
393

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়িতে স্বামী দিলাল মিয়ার ছুরিকাঘাতে ২সন্তানের জননী রোজিনা বেগম (২৮) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত রোজিনা বেগমকে মুমুর্ষ অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর উত্তরপাড়া এলাকায় কেশবপুর-রসুলগঞ্জ সড়কের উপর। জানাযায়, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের ফজর আলীর পুত্র দিলাল মিয়ার সাথে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা ছবরু মিয়ার মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। দীর্ঘ সংসারে তাদের রত্না ও সাদিয়া নামের ২ কন্যা সন্তান রয়েছে। আহত রোজিনা বেগমের ভাই রুমেন আহমদ জানান, সোমবার সকালে রোজিনা বেগম এবং তার স্বামী দিলাল মিয়া হঠাৎ করে কেশবপুরে আসেন। প্রায় ঘন্টা খানেক পর দিলাল মিয়া ও রোজিনার মধ্যে ঝগড়া হয়। পরে সকাল অনুমান ১১টায় দিলাল মিয়া তার স্ত্রী রোজিনা বেগম আধুয়া গ্রামে যাওয়ার পথে কেশবপুর এলাকার মতিনের বাড়ির সামনে সরকারি সড়কে মাটিতে ফেলে গলায় ছোরা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় রোজিনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানালে এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের পৌর শহরের হবিবপুর এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে দিলাল মিয়াকে গ্রেফতার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত রোজিনা বেগম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দিলাল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলার সে পলাতক আসামী। রোজিনা বেগমকে আঘাত করার ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। ঐদিন তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here