জগন্নাথপুরে স্কুল বন্ধ রেখে শিক্ষকরা শিক্ষা সফরে

0
353

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকরা শিক্ষা সফরে যাওয়ায় শিক্ষকার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানাযায়, বুধবার জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বিছানাকান্দি ও লাক্কাকতুরা চা বাগানে শিক্ষা সফরে যান। এ জন্য উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ সহ উপজেলা অধিকাংশ স্কুলে শিক্ষক অনুপস্থিত থাকায় ক্লাস হয়নি। খাগাউড়া সরকারি প্রাথমক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিমা খাতুন জানান, শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা শিক্ষা সফরে যান। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা ফরিদুল ইসলাম জানান, সহকারী শিক্ষা অফিসার রাপরুচাই মারমা স্যারের অনুমতি নিয়ে স্কুল বন্ধ করে শিক্ষা সফরে যাই। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান, স্কুল বন্ধ রেখে কাউকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here