জগন্নাথপুরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
305

মো : হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৪লাখ টাকা ব্যায়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিদ্যালয়ের ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাস্ট্রে পরিণত করতে এবং শিক্ষা ক্ষেত্রে বিশাল পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯সাল থেকে দেশকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে কাজ শুরু করেছিলেন। আজ দেশের ৮৫ভাগ এলাকায় পুরোপুরি বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে গেছে। প্রতিমন্ত্রী জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের যোগাযোগ, শিক্ষা, বিদ্যুত, স্বাস্থ্যসহ সর্বোপরী উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন আরোও উন্নয়ন হবে এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্রিজ, রাস্তাসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষক ও এলাকাবাসীর প্রতি অভিনন্দন জানান। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন সৈয়দপুর গ্রামের ইতিহাস ঐতিহ্যের স্মৃতি চারন করে বলেন এর ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যত প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্মৃতি চারন করে বলেন বিদ্যালয় ও এলাকাবাসীর সাথে রয়েছে আমার আত্মার আত্মিক সম্পর্ক। তিনি আওয়ামী লীগ সরকারের নানা মূখী উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, যুক্তরাজ্য সান্ডারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুরুল হক তালহা। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ রশিদ আহমদ এহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার। বিদ্যালয়ের সাবেক ছাত্র যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শিহাব রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজর প্রতিষ্টাতা অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ শায়েক আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য শাহ কামাল চৌধুরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, সৈয়দপুর এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মদচ্ছির আলী, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য তাজ উদ্দিন আহমদ। অনুষ্টানের শুরুরত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা বিলাল আহমদ।

খবর ৭১।/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here