জগন্নাথপুরে সিএনজি চালক বিষু হত্যাকান্ডের ঘটনায় নারীসহ গ্রেফতার-২, সিএনজি উদ্ধার

0
280

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে সিএনজি চালক বিষু মালাকার হত্যাকান্ডের ১৫দিন পর বৃহস্পতিবার পুলিশের অভিযানে হত্যাকান্ডের সাথে জড়িত নারীসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং চালক বিষু মালাকারের ব্যবহৃত চুরি হওয়ায় সিএনজিটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ভোগশাইল মজলিসপুর গ্রামের তোরন মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২৬) ও সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের লোবান মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০)। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, সিএনজি অটোরিক্্রা চালক বিষু মালাকার হত্যা মামলার সাথে জড়িত আসামীদের সন্ধান পাওয়ায় ওসি তদন্ত আশরাফুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরীসহ একদল পুলিশ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বনাথ, ছাতক ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাতক এলাকা থেকে হত্যাকারী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রাম থেকে সাজেদা বেগমকে গ্রেফতার করা হয় এবং বিষু মালাকারের ব্যবহৃত চুরি হওয়ায় সিএনজিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ভোগশাইল মজলিসপুর গ্রামের নিখিল মালাকারের পুত্র সিএনজি চালক বিষু মালাকারকে বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির সামন থেকে একই গ্রামের দেলোয়ার হোসেন রাত সোয়া ৮টায় জগন্নাথপুরে উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে আসে। ঐদিন থেকে বিষু মালাকার সিএনজিসহ নিখোঁজ হয়। নিখোজর ২দিন পর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গাড়ি গ্রামের আব্দুর রবের জমির ঝোপের মধ্যে বিষু মালাকারের ক্ষত বিক্ষত লাশ দেখে স্থানীয় লোকজন জগন্নাথপুর থানায় জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here