জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, আটক ১০জনকে আদালতে প্রেরন

0
777

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের খতিব উল্ল্যার পুত্র কাওছার আহমদ দিলু বাদি হয়ে একই গ্রামের ফইজ উল্ল্যার পুত্র ছালিক মিয়াকে প্রধান আসামী করে ১৮জনের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগে এ মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, সোমবার সকাল ৮টায় পূর্ব বিরোধের জের ধরে নাদামপুর গ্রামের ছালিক মিয়া ও আঙ্গুর মিয়ার লোকজনদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান নাদামপুর গ্রামে সংষর্ষের ঘটনায় আঙ্গুর মিয়ার পক্ষের তার ভাই কাওছার আহমদ দিলু বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সংঘর্ষস্থল থেকে আটককৃত ছালিক মিয়া (৪৫), আব্দুল মতিন (৪৮), উসমান মিয়া (২৮), আশিক মিয়া (৪০), খালেদ মিয়া (২৭) কে মামলার আসামী করায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আটককৃতদের মধ্যে গৌছ মিয়া (৬০), আব্দুল মুছাব্বির (৭০), কামরুল বক্্র (৩২), আইয়ুছ মিয়া (৫০) আব্দুল মুহিতের (৫০)বিরুদ্ধে কোন মামলা না থাকায় তাদেরকে ৫৪ ধারার অপরাধে আদালতে পাঠানো হয়েছে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here