জগন্নাথপুরে রানীগঞ্জ বাজারে হত দরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যের চাল বিতরন

0
383

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ২জন ডিলার সুহেল আহমদ ও ইকবাল হোসেনের মাধ্যমে খাদ্য অধিদপ্তর কর্তৃক হত দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় রানীগঞ্জ বাজারে আয়োজিত চাল বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলামের সভাপতিত্বে ও মেসার্স সুহেল ট্রেডার্সের সত্ত¡াধিকারী সুহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, জগন্নাথপুর ও রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মাহমদ মিয়া, ৫নং ওয়ার্ডের সদস্য মুক্তার মিয়া, রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ রায়, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাফি তালুকদার, উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন আহমদ তালুকদার, আজমল হোসেন মিঠু, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া প্রমূখ। পরে রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়নগর, কুশারাই, কামরাখাই, হিলালপুর, ইসলামপুর, মেঘারকান্দি ও হরিনাকান্দি গ্রামের ২শ ৪জন হত দরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজির স্বল্প মূল্যের চাল বিতরন করা হয়। এদিকে ঐদিন রানীগঞ্জ বাজারে মেসার্স ইকবাল ট্রেডার্সের মাধ্যমে ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের হত দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here