জগন্নাথপুরে মসজিদের গেইট ভাংচুর ও হামলার ঘটনায় মামলা দায়ের

0
347

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে মসজিদের গেইট ভাংচুর ও হামলায় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার পূর্ব বুধরাইল গ্রামের মিরন মিয়ার পুত্র মোস্তাক আহমদ মোজাহিদ বাদী হয়ে একই গ্রামের তারিফ উল্ল্যার পুত্র আকবুল মিয়াকে প্রধান আসামী করে ১৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছেন। মসজিদের গেইট ভাংচুরের সাথে জড়িত আটক ৪শ্রমিক আহম্মদ মিয়া, আজিম উদ্দিন, রানা আহমদ ও কাজল মিয়াকে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার অভিযোগে মোস্তাক আহমদ মোজাহিদ উল্লেখ করেন তার চাচা হারুন মিয়া পূর্ব বুধরাইল জামে মসজিদের সাবেক মোতায়াল্লী ছিলেন। মসজিদের নামে গেইট তৈরী করিয়া নিজস্ব অর্থায়নে প্রায় ৯০ভাগ কাজ সমাপ্ত করেন। বিবাদীগন আমার চাচার নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদের গেইট ভাংচুর করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করিয়া আসিতেছে। এ ব্যাপারে গত ২৭ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। উক্ত বিরোধের জের ধরে আকবুল মিয়াসহ অন্যান্য বিবাদীগন গত শুক্রবার সকাল ৬টায় রামদা, লোহার রড, বন্ধুকসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের রাস্তার উপরে নব-নির্মিত গেইট ভাংচুর করা শুরু করে। এসময় হারুন মিয়ার পক্ষের লোকজন গেইট ভাঙ্গার শব্দ পেয়ে মসজিদের সামনে আসা মাত্র প্রতিপক্ষ আকবুল মিয়ার লোকজন ফাঁকা গুলি বর্ষন চালিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। এসময় গ্রামের লোকজন মসজিদের গেইট ভাঙ্গার সাথে জড়িত ৪ শ্রমিক আহম্মদ মিয়া, আজিম উদ্দিন, রানা আহমদ ও কাজল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঐ সময় গেইট ভাংচুরে বাধা দিলে বাদীর চাচাতো ভাই আনাছ মিয়া ও ফুফু রাজিয়া বেগম আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আনাছ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অঞ্জন সরকার জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাত রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here