জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
422
OLYMPUS DIGITAL CAMERA

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৮তম মেধা বৃত্তি বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত বৃত্তি বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭শতাধিবক জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩০লক্ষাধিক টাকার বৃত্তি বিতরন করা হয়েছে। ১৯৯৯সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৮তম বৃত্তি বিতরনকে ঘিরে শনিবার সকাল থেকেই বর্ণাঢ্য আয়োজনে ও বর্নিল সাজে সাজানো হয় রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া সিনিয়র মাদ্রাসার ক্যাম্পাস। শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, এলাকাবাসী এবং ট্রাস্টের ট্রাস্টীবৃন্দের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়। বৃত্তি বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন যোগাযোগ শিক্ষাসহ এলাকার কল্যানমূলক কাজে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের অবদান অত্যান্ত প্রশংসনীয়। তিনি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের জগন্নাথপুর উপজেলায় শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা রাখায় ট্রাস্টের সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল আশিক চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারী যুক্তরাজ্যের নতুন দিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মহিব চৌধুরী। বক্তব্য রাখেন ট্রাস্ট্রের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম এ আহাদ, সাবেক চেয়ারম্যান এস আই আজাদ আলী, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, ট্রাস্টী হরমুজ আলী, ট্রাস্টী নুরুল হক লালা মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইকবাল এম হোসেন, ট্রেজারার তরুন প্রজন্মের উদীয়মান কবি আলফাজুর রহমান জাকির, সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুনু, ট্রাস্টী মুজিবুর রহমান, ট্রাস্টী গোলাম মর্তুজা, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, জগন্নাথপুর মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মোহাম্মদ মানিক, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক আশিকুর রহমান আশিক, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় দেশ সেরা বক্তা ৯ম শ্রেনীর ছাত্রী শরিফা জাহান, রসুলঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমিনা বেগম। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছিত কয়েছ। মানপত্র পাঠ করেন হৃদি রানী সরকার। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দাল মিয়া, ভাইস চেয়ারম্যান এখলাছুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার আলী, ভাইস চেয়ারম্যান ড. সানাওয়ার চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রহমান, কার্য নির্বাহী আলহাজ্ব ইলিয়াছ, কার্যনির্বাহী সদস্য ও সাবেক ট্রেজারার আব্দুল শহিদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাছির কয়েছ, ট্রাস্টী আব্দুস শহিদ, ট্রাস্টী আব্দুল নূর, ট্রাস্টী আব্দুল মছব্বির দুলু, ট্রাস্টী এলাইছ মিয়া মতিন, ট্রাস্টী এস আর কোরেশী, ট্রাস্টী মোতাহার হোসেন তারা মিয়া, ট্রাস্টী আহবাব হোসেন, ট্রাস্টী আব্দুর হক জমির, ট্রাস্টী আনহার মিয়া, ট্রাস্টী বকুল আব্দুল সবুর, ট্রাস্টী ফয়জুর রহমান, ট্রাস্টী মোত্তালিব চৌধুরী, ট্রাস্টী ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব জুয়েল আহমদ, জাপা নেতা মানিক মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক লিটন আহমদ প্রমূখ। অনুষ্টানের শুরুতে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ম্যাগাজিন প্রত্যাশা’র মোড়ক উম্মোচন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। এদিকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক উচ্চ শিক্ষা গ্রহনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা দরিদ্র মেধাবী ছাত্র মো: আমির হোসেনকে ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here