জগন্নাথপুরে বেইলী ব্রিজের পাশে বিকল্প রাস্তার কাজে ধীরগতি ॥ সুনামগঞ্জের সাথে সরাসরি যান চলাচল বন্ধ ॥ জনদুর্ভোগ চরমে

0
310

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর:-
পাগলা-আউশকান্দি-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর বেইলি ব্রীজ ভেঙ্গে এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিকল্প রাস্তার কাজ এখনো শেষ না হওয়ায় জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। ফলে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বেইলী ব্রিজ এলাকায় নির্মানাধীন বিকল্প রাস্তার কাজ ধীরগতিতে চলায় জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ গামী যাত্রীরা বিভিন্ন ছোট খাটো যানবাহনের মাধ্যমে বেইলী ব্রিজ এলায় পৌছেন। সেখান থেকে কাঁদাযুক্ত পথ অতিক্রম করে প্রায় আধা কিলোমিটার পথ পাঁেয় হেটে ভাঙ্গা ব্রিজের উপর অথবা রাস্তার পাশের জমি দিয়ে ঝুকিপূর্ন অবস্থায় সুনামগঞ্জ গামী বাসে অথবা লেগুনায় চড়ে জেলা শহর সুনামগঞ্জ যেতে হচ্ছে। এতে যেমনি অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তেমনি জীবনের ঝুকি নিয়ে চলছেন মহিলা, বৃদ্ধ, শিশু ও কিশোররা। ভুক্তভোগীদের মধ্যে ফজর আলী, জহুর আলী, রফু মিয়া ও রাশেদা বেগম জানান, রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিশু বাচ্চাদের নিয়ে চলাচল করতে হচ্ছে এবং যাতায়াতের ভাড়তি ভাড়া গুনতে হচ্ছে। জরুরী ভিত্তিতে বিকল্প রাস্তাটির কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী পাগলা-আউশ কান্দি-জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের কলকলিয়া ইউনিয়নের নাদামপুর সংলগ্ন সড়কে বেইলি ব্রীজের উপর বালু ভর্তি ট্রাক ব্রীজ দিয়ে পারাপারের সময় ব্রিজটি ভেঙে যায়। ফলে এ সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে। খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here