জগন্নাথপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরনী অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
240

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বহির্বিশ্বে প্রশংসিত হচ্ছে। প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের হাতে আমাদের জাতির ভবিষ্যৎ। সে লক্ষ্য কোমলমতি শিশুদের জ্ঞান ভিত্তিক শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশকে বিশ্বের একটি উন্নতশীল রাস্ট্রে এগিয়ে নিতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মো.জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আকমল হোসেন, সাধারন সম্পাদক মো: রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রীরামসী চাঁদবোয়ালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ। গনেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহল আমীন ও এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছালেহা পারভীনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাছান ফাতেমাপুর সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলমগীর হোসেন, সাংবাদিক অমিত দেব প্রমূখ। মে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মোখলেছুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর হারুন অর রশীদ চৌধুরী, এটিও রাপ্রæচাই মারমা, এটিও কামাল উদ্দিন, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাসুদেব স্মরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন জামাল। অনুষ্টানে জাতীয় সংগীত পরিবেশন করেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল। পরে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here