জগন্নাথপুরে বিভিন্ন এলাকায় নির্বাচনী গনসংযোগ ও পথসভায় অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী

0
350

জগন্নাথপুর প্রতিনিধি:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজার, শ্রীরামসী বাজার, পীরেরগাঁও, হাসান ফাতেমাপুর, টুকের বাজার, কচুরকান্দি সহ বিভিন্ন এলাকায় দিনভর গনসংযোগ ও পথ সভা করেছেন। পৃথক পথ সভায় ধানের শীষের সমর্থনে হাজারো জনতার উপস্থিতিতে মূখরিত হয়ে উঠে মীরপুর বাজারের পথসভাস্থল। ধানের শীষের সমর্থনে সন্ধ্যায় মীরপুর বাজারে আয়োজিত পথ সভায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন এই নির্বাচন একটি আন্দোলন ও চ্যালেঞ্জিং নির্বাচন। ৩০ডিসেম্বর ব্যালেট যুদ্ধে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জালিম শাহীর কারাগার থেকে মুক্ত করতে হবে এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন দেশে ইসলাম বিদ্দেশীদের সরকার এখন জগতদল পাথরের ন্যায় চেপে বসেছে আগামী নির্বাচনের মাধ্যমে তাদের বিদায় দিতে হবে। তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা দীর্ঘদিন যাবত বিএনপি নামক সেই গাছটিকে বিভিন্ন কষ্টের বিনিময়ে ধরে রেখেছেন। আপনাদের কষ্টের বিনিময়ে এই বিএনপি জগন্নাথপুর এবং নির্বাচনী এলাকায় ইতিমধ্যে একটি শক্তিশালী দূর্গ হিসেবে গড়ে উঠেছে। তিনি আগামী ৩০ ডিসম্বের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান। পথসভায় মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি আছকির আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য ফয়ছল আহমদ, নুরুল আমীন, জেলা যুবদলের সদস্য শামীম আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক সমছু, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোদাব্বির হোসেন রবিন, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা ওয়াজিদ খান রিপন, মীরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, মীরপুর ইউনিয়ন বিএনপি নেতা ফজলু মিয়া, আরজদ মিয়া, যুবদল নেতা সামায়ুন খান, আলীম উদ্দিন, মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শেখ মামুন, মামুনুর রশীদ, পারভেজ তালুকদার, লিকসন আহমদ, শরীফ খান, সিলেট মহানগর ছাত্রদল নেতা তারেক আহমদ, ছাত্রদল নেতা আবু সাঈদ, ফয়জুল হক, সিরাজুল ইসলাম, জাহিদ মিয়া, আজমত আলী, তানভীর আহমদ তামীম, রুমান আহমদ, এনাম আহমদ, রিপন আহমদ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এরশাদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here