জগন্নাথপুরে বিএনপির সাথে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়ত নেতা মাওলানা শাহীনুর পাশার নির্বাচনী মতবিনিময়

0
338

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন এ নির্বাচন ভোটের অধিকার ও খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। তিনি বলেন বৃহত্তর দল হিসেবে বিএনপি বিগত দিনেও নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। তিনি বলেন আমি নির্বাচিত হলে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে পরবর্তীতে এ এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ঠন হবে। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন অতীতের সকল ভূলভ্রান্তি ক্ষমা করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের হাসপাতাল আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, প্রচার সম্পাদক দিলু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, হাজি সুহেল আমীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক খায়রুল আহমদ, যুব বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, উপজেলা বিএনপি নেতা আশ্বাদ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক সমছু, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, আনোয়ার হোসেন আনহার, ইউনিয়ন বিএনপি নেতা শফিকুর রহমান, সৈয়দ দোলা মিয়া, হাজি চাঁন মিয়া, ডা: রাজা মিয়া, মো: কামরুজ্জামান, সৈয়দ জুবায়ের আহমদ আবু, আখলুল করিম, যুবদল নেতা আনহার মিয়া, সৈয়দ শফিকুর রহমান, শামীম আহমদ, লিটন মিয়া, হাফিজুর রহমান, রওশন আহমদ, মো: আব্দুন নূর, জহিরুল ইসলাম লেবু, উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম খেজর, জিয়াউর রহমান, শেখ মামুন হোসেন, জুনেদ আহমদ প্রমূখ। পরে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে ধানের শীষের সমর্থনে হাসপাতাল এলাকায় মিছিল বের করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here