জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত-৪, গ্রেফতার-৬

0
268

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের চাহাড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের মহিলা সহ ৬জনকে গ্রেফতার করেছে।
জানাযায়, উপজেলার চাহাড়িয়া গ্রামের সুহিন মিয়া ও লন্ডন প্রবাসী জিলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদলতে উভয় পক্ষের মামলা মোকাদ্দমা বিদ্যমান রয়েছে। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় জিলু মিয়ার পক্ষে কমলা মিয়া ও সুহিন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চাহাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে লন্ডন প্রবাসী আব্দুল মমিন চৌধুরী শাহীন (৪২), মৃত কাঁচা মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০), মৃত আব্দুর রহিমের ছেলে মমিন মিয়া (৩৩), গনী মিয়ার ছেলে আনোয়ার আলী (২৭) আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত লন্ডন প্রবাসী আব্দুল মমিন চৌধুরী শাহীনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় ২/৩ রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চাহাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে লন্ডন প্রবাসী আব্দুল মমিন চৌধুরী শাহীন (৪২), মৃত কাঁচা মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০), হলিমপুর গ্রামের মৃত জাহিদ উল্ল্যার ছেলে টিটু মিয়া (৩২), চাহাড়িয়া গ্রামের কাঁচা মিয়ার স্ত্রী খয়রুন বেগম (৩৮), আব্দুল গনীর স্ত্রী দিলারা বেগম (৫৫), সোনাফর খানের স্ত্রী শেওলা বেগম (৩০)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে গুরুতর আহত লন্ডন প্রবাসী আব্দুল মমিন চৌধুরী শাহীনকে পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং অন্য ৫জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন জানান, চাহাড়িয়া গ্রামে মারামারির ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আব্দুল মমিন চৌধুরী শাহিনকে পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং বাকীদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here