জগন্নাথপুরে পাট দিবসের বর্নাঢ্য র‌্যালি আলোচনা সভা

0
244

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
“বাংলার পাট, সোনালী আশেঁর সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ” জাতীয় পাট দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পাট র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা শিক্ষা অফিসার মো: জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, প্রধান শিক্ষক সাথী তালুকদার, সহকারি শিক্ষক অনন্ত পাল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাকটর হারুন অর রশীদ চৌধুরী, সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, সহকারি শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর নার্সারী স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদ, প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য, প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল হক প্রমূখ। পরে পাট দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here