জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য আলোচনা সভা

0
354

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্বাধীন বাজারে আলোচনা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ। পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল হক চৌধুরীর মজনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ জোবায়ের আহমদ আবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, লাহিন আহমদ, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রাসেল বক্স, ছাত্রদল নেতা শামছুল ইসলাম জাবির, মামুনুর রশীদ, শেখ মামুন আহমদ, মিজানুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সাংবাদিক শাহ এস এম ফরিদ, শাহজাহান মিয়া, মজুমদার, ইউনিয়ন যুবদল নেতা সিরাজুল ইসলাম, ফরুক আহমদ, ছাত্রদল নেতা হেলিম উদ্দিন, আক্তার হোসেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাইলগাঁও ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রিপন মিয়া, শামছুল ইসলাম রানা, হুমায়ুন খান, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুয়েল, নুরুল আমিন, সৈয়দ জাবের আহমদ, জামিল খান, ফয়জুল ইসলাম, নাঈম আহমদ। পরে অনুষ্ঠানিক ভাবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসুচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি। সংগঠনটি প্রতিষ্টা লগ্ন থেকে বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। জিয়ার রহমান যদি বহুদলীয় গনতন্ত্র সৃষ্টি না করতেন তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আওয়ামী লীগের হতনা। আওয়ামী দু:শাসন থেকে জনগন মুক্তি চায়। বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটে পাটে খাচ্ছে। বক্তারা অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে উল্লেখ করে আগামী নির্বাচনে জনগনের সরকার নির্বাচিত করতে তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here