জগন্নাথপুরে জাতীয় পার্টির সাবেক সভাপতি সোনাহর আলী সুনু মিয়ার ইন্তেকাল:দাফন সম্পন্ন

0
314

মো: হুমায়ুন কবির :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব সোনাহর আলী সুনু মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না—রাজেউন। শনিবার রাত সাড়ে ১১টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ৩কন্যা সহ অসংখ্য নাতি নাতনী আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বেলা ২টায় চিলাউড়া রসুলপুর ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পা ায়েতী কবস্থানে দাফন সম্পন্ন হয়। নামাজের জানাযায় ইমামতি করেন হাফিজ আবু তাহের। চিলাউড়া গ্রামের তরুন সমাজসেবী আবুল হাশিম ডালিমের পরিচালনায় জানাযার নামাজ পূর্ব মরহুম সোনাহর আলী সুনু মিয়া বর্নাঢ্য জীবনের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুপি মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার খলিলুর রহমান খলিল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ডা: আছকির খান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা সমাজসেবী শহিদুল ইসলাম বকুল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোনা মিয়া, মরহুম সোনাহর আলী সুনু মিয়ার ভাই মনু মিয়া ও পুত্র হেলাল আহমদ লিটন। জানাযার নামাজে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ আজাদ ডন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার আবাব মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা দিলু মিয়া, আব্দুল মনাফসহ সহস্্রাধিক ধর্মপ্রান মুসল্লিগন নামাজের জানাযায় অংশ নেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here