জগন্নাথপুরে খালিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
303

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর পৌর শহরের খালিক নগর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৫৫লাখ টাকা ব্যয়ে খালিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। গতকাল শুক্রবার সকাল ১১টায় ভবনের উদ্বোধনী ফলক উম্মোচন শেষে এলাকাবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন আওয়ামী লীগ সরকার জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। দেশের আর্থসামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী পৌর শহরের হাওর বেষ্টিত খালিক নগর গ্রামের প্রতিষ্টাতা শফিকুল আহমদ ভুইয়াকে অভিনন্দন জানান। এবং খালিক নগর গ্রামের উন্নয়নসহ নলুয়ার হাওরের সড়ক যোগাযোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। খালিক নগর গ্রামের প্রতিষ্টাতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিল্পপতি শফিকুল আহমদ ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারন সম্পাদক পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা যুবলীগের সভাপতি পৌর সভার সাবেক কাউন্সিলার কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান পাখি মিয়া ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ ভুইয়ার যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বেসরকারি ডিপ্লোমা ডাক্তার পরিষদ সিলেট বিভাগের আহবায়ক ডা: নজরুল ইসলাম খোকন, আনসার ও ভিডিপির সদস্য আওয়ামী লীগ কর্মী তখলুছ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা সোনাফর আলী সোনা মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দুলন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুমেন আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা বাবু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন হোসেন, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, শিল্পপতি শফিকুল আহমদ ভুইয়ার পুত্র রাজিব আহমদ ভুইয়া প্রমূখ। জনসভা শেষে খালিকনগর সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে মো: আলামিন আহমদ ও শফিক উদ্দিন প্রতিমন্ত্রী এম এ মান্নান ও আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গনে পৌছে প্রতিমন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের নাম সম্বলিত খালিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী ফলকটি উম্মোচন করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। এদিকে প্রতিমন্ত্রী এম এ মান্নান উপজেলা পরিষদ জামে মসজিদে জুমার নামাজ শেষে পৌর শহরের হবিবপুর কিশোরপুর এলাকার বাসিন্দা আওয়ামী যুবলীগ ইষ্ট লন্ডন শাখার যুগ্ম সাধারন সম্পাদক এমরানুল হকের পিতা মরহুম শমছুল হক সমছু ডিলারের পৌর শহরের সি/এ মার্কেট এলাকার বাসভবনের কুলখানীতে অংশ নেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here