জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
328

খবর৭১:মো: হুমায়ুন কবির:অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান বলেছেন ক্ষমতার লালসায় কিছু লোক ইসলামের নামে আধুনিক লেবাস পরে নিরপরাধ অপরিচিত লোকদের হত্যা করছে। এদের প্রতিরোধ করতে হবে। তিনি বলেন আমরা অশিক্ষিত নিরক্ষর জাতি চাই না। মূর্খ জাতি ভয়ংকর নাশকতা জঙ্গিবাদে জড়িত হয়। তিনি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম কে আরো গতিশীল করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও প্রতিটি উপজেলায় মসজিদ নির্মাণে প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক ও আলেমদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রানীগঞ্জ ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার মাওলানা নিজাম উদ্দিন জালালী, নয়াবন্দর এলাকার সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের শিক্ষক একরামুল হোসেন। পরে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৭টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫১জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here