জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

0
377

জগন্নাথপুর প্রতিনিধি:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঁঙ্গনে আয়োজিত পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শিক্ষার্জনের পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের মনোযোগি হওয়ার আহবান জানান। তিনি আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শফিকুল আহমদ ভুইয়ার পিতা মরহুম আব্দুল খালিকের স্মৃতি চারন করে বলেন, তিনি ছিলেন ন্যায় পরায়ন সামাজিক ব্যক্তিত্ব সম্পূর্ন আদর্শ পুরুষ। তার রেখে যাওয়া স্মৃতি আজও মানুষের হৃদয়ে জাগ্রত রয়েছে। তিনি মরহুম আব্দুল খালিকের বড়পুত্র শফিকুল আহমদ ভুইয়ার শিক্ষা ও সামাজিক এবং সেবামূলক কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে এর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিল্পপতি শফিকুল আহমদ ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি, বিশিষ্ট সমাজসেবী মো: আবুল বশর, বিশিষ্ট কন্সট্রাকশন ব্যবসায়ী ফয়জুজ্জামান আনা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর, সিলেট ক্যমব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মো: আবুল কালাম, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভুমিদাতা সদস্য রোকশানা বেগম চৌধুরী, মহিলা সদস্য খালেদা বেগম হেনা, শিক্ষানুরাগী সদস্য মো: মুশফেক আহমদ ভুইয়া, সৈয়দা সুরাইয়া বেগম, তাহমিনা সুলতানা, রিপন আহমদ চৌধুরী, রুবিয়া রাসমিন জ্যোতি, নুরাইয়া নওশীন জোনাকি, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহদ। পুরস্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন আই ডি এনসি ফাইনেন্স লিমিটেড সিলেটের ব্যবস্থাপক মো: ইনাম আহমদ চৌধুরী, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস প্রেন্সিপাল এম ভি বশারত খান, সিনিয়র শিক্ষক ও পরিচালক ইসলাম উদ্দিন, শিক্ষক ও পরিচালক শারমিন আরা চৌধুরী, শিক্ষক ও পরিচালক ফারহানা আক্তার, শিক্ষক খলিলুর রহমান ফয়ছল, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গুলজার হোসেন, সহকারি শিক্ষক সুধীর চক্রবর্তী, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক সিজিল আহমদ, সহকারি শিক্ষক মনির হোসেন, সহকারি শিক্ষক সোমা সরকার, সহকারি শিক্ষক মিতালী রায়, সহকারি শিক্ষক থ্যাসার ভুইয়া, সহকারি শিক্ষক লায়লা বেগম, অফিস সহকারি প্রজেস কান্ত দাশ প্রমূখ। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্টানে অতিথি শিল্পী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here