জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৩টি দোকান পুঁড়ে ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0
247

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে বৃহস্পতিবার রাত আড়াইটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। জগন্নাথপুর বাজারের মা মোরগের আড়তের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তেই আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে বলে জানাগেছে। আগুনের লেলিহান শিখা দেখে পুলিশ, বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পাড়া মহল্লাহ থেকে শত শত লোকজন অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে অগ্নিকান্ডে পৌর শহরের কেশবপুর এলাকার বাসিন্দা আলী নুরের মা মোরগের আড়তে ৫ লাখ টাকা, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা রাজন দেবের লোকনাথ ডিমের আড়তে ২লাখ টাকা ও পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা নজির আলীর ভাই ভাই সুজ দোকানে ৮লাখ টাকার মালামাল সহ টিনসেড দোকানঘরটি সম্পূর্ন পুঁেড় ছাঁই হয়ে যায়। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য জানাগেছে। এদিকে অগ্নিকান্ডের খবর মসজিদের মাইকগুলোতে প্রচার করা হলে জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সহ-সেক্রেটারী জুনেদ আহমদ ভুইঁয়া সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শত শত লোকজন আগুন নেভাতে অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। আগুনে দাউ দাউ করে পুড়ে যাওয়া দৃশ্যে দেখে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্ত চিৎকারে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এ বিষয়ে ক্ষতিগ্রস্থরা সঠিক কোন তথ্য জানাতে পারেননি। অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আতংক সৃষ্টি হলে অধিকাংশ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্টানের মালামাল নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন থাকায় ভয়াবহ আগ্নিকান্ডের কবল থেকে বাজারে অর্ধশতাধিক দোকানপাঠ রক্ষা পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here